Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

বার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দপ্তরের মূল কার্যক্রম হ্রাসমান চাষযোগ্য জমি থেকে ক্রমবর্ধমান জনগোষ্ঠির খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষকের নিকট চাহিদা অনুযায়ী প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত তিন বছরে ফরিদপুর অঞ্চলে চাল, গম, ভূট্টা ও আলুসহ শাক-সবজীর উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। সেই সাথে পাট উৎপাদন করে অর্থনীতিতে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্প্রসারণ কার্যক্রম জোরদার করণের মাধ্যমে বিগত তিন বছরে চালের উৎপাদন হয়েছে 67960 মেঃটন, গমের উৎপাদন হয়েছে 2325 মেঃটন, ডালের উৎপাদন হয়েছে 3412 মে.টন, তেল ফসল উৎপাদন হয়েছে 4967 মে.টন ও পাট উৎপাদন হয়েছে 18244 মে:টন। খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্নতা অর্জনের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ, মাঠ দিবস, র‌্যালী, কৃষি মেলা, কৃষকদের উদ্বুদ্ধকরণ ভ্রমণ, সেমিনার ও ওয়ার্কশপের মাধ্যমে বিভিন্ন ফসলের আধুনিক ও ঘাত-সহিষ্ণু জাত, পানি সাশ্রয়ী প্রযুক্তি, সুষম মাত্রায় সার ব্যবহার, পার্চিং, আধুনিক চাষাবাদ, মান-সম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণ, অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব ও সবুজ সার তৈরী ও ব্যবহার বৃদ্ধি ইত্যাদি প্রযুক্তি সম্প্রসারণে সাফল্য অর্জিত হয়েছে। রাজস্ব ও বিভিন্ন প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী, সম্প্রসারিত জাত ও প্রযুক্তি, সমলয় চাষাবাদ প্রদর্শনী ইত্যাদির মাধ্যমে ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি কর্যক্রম চলমান রয়েছে । ভবিষ্যতেও এ উৎপাদনশীলতা বৃদ্ধি কার্যক্রমের ধারাবাহিকতা কালকিনি উপজেলায় অব্যাহত থাকবে।