Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কালকিনির কৃষি

ঢাকা বিভাগের সর্ব দক্ষিনে অবস্থিত মাদারীপুর জেলার অন্তর্গত কালকিনি উপজেলা গঙ্গা বিধৌত নিম্ন পললভূমি অঞ্চল এবং ১২, ১৩, ১৪ ও ১৯ নং কৃষি পরিবেশ অঞ্চল (এ ই জেড) এর অন্তর্গত। ১৫ টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভা নিয়ে গঠিত ২৮৩.৪০ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলা বর্তমান জনসংখ্যা ২৭৩২৫৮ জন। মোট কৃষি পরিবারের সংখ্যা ৫২৭১৫।

উপজেলা প্রধান খাদ্যশস্য ও অর্থকরী ফসল হচ্ছে বোরো, আমন, আউশ, পাট, মেস্তা, আমন, আখ, ডাল ও তেল জাতীয় ফসল। অধিকাংশ জমি মাঝারী নিচু হলেও সবজী ও মসলা জাতীয় ফসলের আবদ দিন দিন বাড়ছে বিশেষ করে উচ্ছে, সবজি ফসল, পিয়াজ ইতমধ্যেই লাভজনক হিসাবে আবাদ হয়েছে।  বর্ষা মৌসুমে বসতবাড়ির আঙ্গিনায় লতানো সবজী সহ রবি মৌসুমে বিভন্ন সবজীর আবাদ সম্প্রসারণের উদ্যোগ নেওয়ায় ক্রমান্বয়ে সবজী আবাদী এলাকা বৃদ্ধি পাচ্ছে। পারিবারিক পুষ্টি চাহিদা পূরনে ফল ও সবজি চাষ জনপ্রিয় হচ্ছে। এ সমীক্ষায় দেখা গেছে যে, প্রতি বসতবাড়িতে গড়ে ১০ টি করে ফলজ গাছ আছে। প্রতিটি বাড়িতে ২০ ধরনের ফলজ গাছ থাকে সেই জন্য কৃষি অফিস কাজে করে যাচ্ছে।

কালকিনি উপজেলার কৃষিজ উৎপাদনের প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে বন্যা, খরা এবং সেচের পানির সমস্যা। ভূগর্ভস্থ সেচের পানির সুবিধা সীমিত থাকায় এবং জানুয়ারীর মাঝামাঝি হতে ফেব্রযারী  মাস পর্যন্ত বিভিন্ন খালে জোয়ারের পানি না ওঠার কারনে প্রতি বছর বেশ কিছু এলাকায় বোরো ফসলে সেচ সংকট দেখা দেয়। তবে গুটি ইউরিয়া, ড্রাম সিডার ও এলসিসি ব্যবহার বিষয়ক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে এক দিকে উৎপাদন বৃদ্ধি অন্যদিকে উৎপাদন খরচ হ্রাসের বিশেষ সম্প্রসারণ কাজ জোরদার করা হয়েছে। বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্তে¡ও উপজেলার মাটি, কৃষকের নিজস্ব সম্পদ এবং নতুন নতুন প্রযুক্তি সমূহের সমন্বয় ঘটিয়ে কৃষি সম্প্রসারণ কার্যক্রম আরও বেগবান করে কৃষি উৎপাদন বহুলাংশে বৃদ্ধির সুযোগ আছে ।